Tuesday, 27 March 2018

এক রাতেই ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ

সারাদিনের ব্যস্ততার কারণে আমরা ত্বকের সঠিক যত্ন নিতে পারি না। এ ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

দেখবেন, মাত্র এক রাতেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ। ঘরোয়া কোন উপায়ে ত্বক উজ্জ্বল বা চকচকে করবেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

http://www.amar24.com/artical/kzx4f3p1gptqdex

দেহ থেকে বয়সের ছাপ মুছে যাবে খুব সহজে!

মুখের ত্বকে বলিরেখা পড়লো কিনা, সেটা নিয়ে কমবেশি সচেতন সকল নারীই। কিন্তু বয়সের ছাপ কি কেবল মুখেই পড়ে, দেহে পড়ে না? দেহের কিছু অংশে বরং বয়স হানা দেয় মুখের চাইতেও আগে। যত প্রসাধনী পণ্যই ব্যবহার করা হোক না কেন, মুখে কিংবা দেহে বয়সের ছাপ মুছে ফেলা সম্ভব না।

কেন জানেন কি?
কারণ বলিরেখার সাথে যুদ্ধ করতে চাই প্রাকৃতিক উপায়। কেবলমাত্র প্রকৃতির শুদ্ধতাই পারে দেহ থেকে মুছে দিতে বয়সের ছাপ। আজ জানিয়ে দিচ্ছি ভীষণ সহজ একটি পদ্ধতি। এই কাজটি রোজ করলে আপনার দেহে ও মুখে ফিরে আসবে যৌবনের জেল্লা। ত্বকের তারুণ্য ধরে রাখতে চাইলেও আজ থেকেই অবলম্বন করুন। বেশি নয় , প্রয়োজন হবে কেবল ৩/৪ টি উপাদান।
http://www.amar24.com/artical/rmn4uc7hsybwaxg

চেহারায় তারুণ্য ধরে রাখতে কয়েকটি ফেসপ্যাক

চেহরায় বয়সের ছাপ এড়াতে নানাজনের থাকে নানা প্রচেষ্টা। বাজার থেকে নানা ধরনের প্রসাধনী কিনে এনে শুরু হয় ত্বকের যত্ন। কিন্তু তার বেশিরভাগেরই ফলাফল হয় ক্ষতিকর। কিছু প্রসাধনীতে প্রথমে তাৎক্ষণিক কাজ হলেও পরে আবার বিভিন্নরকম সমস্যা দেখা দেয়। তাই ত্বকের যত্নে ঘরোয়া উপায়ই সেরা। চলুন জেনে নেই ত্বকের সজীবতা ধরে রাখার ঘরোয়া কিছু ফেসপ্যাক তৈরির উপায় ও উপকারিতা-
http://www.amar24.com/artical/dp8u6cuyw0gtuhj